খুলনার কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাধু’র মৃত্যু
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাধু (৭৭)ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানাযায়, সম্প্রতি সময়ে বিশ্বনাথ সাধু হৃদরোগে আক্রান্ত হলে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য এ্যায়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকার এ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসেন।
এরপর গতকাল মঙ্গলবার রাত ১১ঃ৩৭ মিনিটে নিজ বাসায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্যাহী রেখে গেছেন।
তিনি "মেসার্স নির্মাণ বিপণী’র স্বতাধিকারী ছিলেন।
এদিকে কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু।
কপিলমুনি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোড়ল রশীদুজ্জামান, পাইকগাছা উপজেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ কমিটির নেতৃবৃন্দ।
আরও পড়ুন>>>
পাইকগাছায় আবারও ১ একর সরকারি জায়গা উদ্ধার
নড়াইল পৌর নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করতে মাশরাফীর আহবান
ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত, গুরুতর আহত ৫
নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন