কলারোয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়নে কর্মশালা
জুলফিকার আলী,(সাতক্ষীরা) কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পে উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি অংশীজনের সমন্বয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অগ্রগতি সংস্থার আয়োজনের ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলমের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ডাঃ শান্ত পাল, ইউপি সচিব শফিকুল ইসলাম, তুষার কান্তি দাস, জিএম হাবিবুর রহমান, তাজমীর আলম, আব্দুল হামিদ, পৌরসভা সাউফোর সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাউফোর সম্পাদক শিলা রানী হালদার, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকার, এমও প্রনব কুমার পাল, প্রোগ্রাম অফিসার কামরুন নাহার, ফ্যাসিলিটেটর নাজমুল হক রাজু ও লতিকা রাণী ঘোষ প্রমুখ।
আরও পড়ুন:
মাতৃভূমি ও দেশের মানুষকে ভালোবেসে কর্তব্য পালন করতে হবে : প্রধানমন্ত্রী
লোহাগড়ায় অসহায় শীতার্তদের মাঝে ব্র্যাকের কম্বল বিতরণ
খুলনায় যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ