গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো উৎপাদনে আধূনিক কলা কৌশলের উপর দিনব্যাপী কর্মশালা
কলারোয়া,(সাতক্ষীরা)প্রতিনিধি: গোপলগঞ্জ এর বিএআরআই এর কুষি গবেষণা কেন্দ্র স্ঞাপন প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো উৎপাদনের আধূনিক কলাকৌশলের উপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ডিসেম্বর) কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খুলনার উপপ্রকল্প পরিচালক ডা. হারুনর রশিদের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রকল্প পরিচালক সিএসও ডা. কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ নরুল ইসলাম, খুলনার দৌলতপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পিএসও মোশাররফ হোসেন, সাতক্ষীরার এডিডি, ডিএই কৃষিবিদ এসএম খালিদ সাইফুল্লাহ, কৃষিবিদ জসিম উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান ও সাতক্ষীরার এমএলটি সাইট বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা অমরেশ চন্দ্র সরকার প্রমুখ।
উল্লেখ্য-কলারোয়া উপজেলার কয়লা, জালালাবাদ, বাটরা, কামারআলী, বোয়ালিয়া ও পৌসভা থেকে ১২০জন কৃষক ওই কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
আরওপড়ুন>>>
কলারোয়ায় রাস্তাধারে পাওয়া ৭বছরের সেই শিশুটি অবশেষে জাস্টিস কেয়ার হেফাজতে
যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে ভাস্কর্য নিয়ে আলোচনায় সমাধান,আন্দোলন না করার আশ্বাস