পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে সাইয়েবা তাসমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। সে সবার অগোচরে ঘরের পিছনের পুকুর পাড়ে গেলে পানিতে পরে যায়। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। সাইয়েবা তাসমিন উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পূর্ব আমরাজুড়ি গ্রামের তারেকুল ইসলাম রুবেলের কন্যা বলে জানা গেছে। পানিতে পড়ে শিশুর মৃত্যু
