পিরোজপুরের কাউখালীতে ব্যাংক কর্মকর্তার বাড়ি লুট
মীর জিয়া, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ব্যাংক কর্মকর্তার বাড়ির গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ অলংকার সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েগেছে ডাকাতদল।
গত রবিবার (১০ জানুয়ারী ) দিনগত গভীর রাতে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামে এ ডাকাতির ঘটনাঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার পারসাতুরিয়া গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলামের বাড়িতে গভীর রাতে দরজা ভেঙ্গে ৪/৫ জনের সঙ্গবদ্ধ ডাকাত দল বাড়ির গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এলো পাতাড়ি কুপিয়ে জখম করে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ন ও নগদ ৩ লক্ষ টাকা সহ ১৫ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতদলের কোপে গৃহকর্তা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম (৬০) মারাত্বক ভাবে জখম হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় কাউখালী হাসপাতালে ভর্তি কর হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন>>>
সিলেটে নদী পরিব্রাজক দলের মানববন্ধন
গভীর শ্রদ্ধা ভালোবাসায় বর্ষীয়ান রাজনীতিবীদ টিটোর জানাজা সম্পন্ন
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাসির আদেশ
মনিরামপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হ্যাকারদের আদালতে স্বীকারোক্তি