১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কুয়াশার তীব্রতায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১৭, ২০২১
121
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেক্স রিপোর্টঃ কুয়াশার তীব্রতার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ।

শনিবার(১৬ জানুয়ারীর) দিবাগত মধ্যরাতে পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ।

দীর্ঘক্ষন ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে যাত্রীরা পড়েছে চরম দূর্ভোগে।

ঘাট সূত্রে জানা গেছে,গত শনিবার রাত একটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে আজ রোববার (১৭ জানুয়ারী) ভোর পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়। আবারও কুয়াশার ঘনত্ব বৃদ্ধিপেলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে  যানবাহনের চাপও দ্রুত কমে যাবে।

আরো পড়ুন >>>

আগামীকাল বিটিভিতে গাইবেন যশোরের শিল্পী মোরশেদুল

সিলেট বিভাগের ৭ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত

 

 

 

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram