নড়াইলে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন ক্যাম্পেইন কর্মসূচি
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১৯, ২০২১
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : নড়াইলে-আউট-অব-স্কুল
স্বপন কুমার দাস নড়াইল(সদর) প্রতিনিধি: নড়াইলে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (চঊউচ-৪) এর ক্যাম্পেইন কর্মসূচি হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে মাউলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পারবিলবাউত গ্রামে কর্মসূচি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম মেনেজ্যার সোহেল রানা, ইউপি মেম্বর আশরাফুল আলম, প্রধান শিক্ষক তন্দ্রা রানী দাস, তুষার কান্তি দাস, মোঃ জাহাঙ্গীর শেখ, কাকলী বেগম প্রমুখ।
আরওপড়ুন>>>
যশোরের বাঘারপাড়ায় কলেজ ছাত্র শিমুল হত্যায় জড়িত পাঁচজন গ্রেফতার
গরম খবর