স্টাফ রিপোর্টার : প্রেসক্লাব যশোরের সাধারণ সভা আগামি ৮ মে শনিবার। ওই দিন বেলা ১১টায় ক্লাবের অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হবে।
বুধবার (৭এপ্রিল) প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি নূর ইসলাম ও আনোয়ারুল কবীর নান্টু, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য এম আইউব, আব্দুল ওয়াহাব মুকুল, আব্দুল কাদের, ফিরোজ গাজী, সফিক সায়ীদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সভা সংচলন করেন সম্পাদক আহসান কবীর।
সভায় ক্লাব সদস্য এহসান-উদ-দৌলা মিথুনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।
