নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সোমবার (২৪ জানুয়ারি) আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
আরও পড়ুন>>>ইসি গঠনের দায়িত্ব মির্জা ফখরুলকে দিলেই বিএনপি খুশি: তথ্যমন্ত্রী
তিনি বলেন, সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট মিলে মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব
