১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের মণিরামপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১৭, ২০২১
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মণিরামপুরে-গৃহবধূকে-পিটিয়ে-হত্যা
নিহত পারভীন | ছবি : মণিরামপুরে-গৃহবধূকে-পিটিয়ে-হত্যা

জেলা প্রতিনিধি যশোর : যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (১৬ জানুয়ারীর) দিনগত গভীররাতে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পারভীন উপজেলার হেলাঞ্চি গ্রামের মালোয়েশিয়া প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী ।

আরও পড়ুন>>>যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

নিহতের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, ১৪ বছর আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে মেয়ে রয়েছে। অভাব অনটনের সংসার বিধায় তারা আজিজুরকে বিদেশে পাঠান।

কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই পারভীনের ভাসুর আলিম ও তার স্ত্রী সেই টাকা হাতিয়ে নিতেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো।

এই বিরোধের জের ধরে গত শনিবার গভীররাতে ভাসুর ও তার স্ত্রী তাকে মারপিট করে হত্যা করে,পারভীন বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

আরও পড়ুন>>>খুলনায় সাংবাদিক পান্নুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

তিনি দাবি করেন, বোন বিষপান করলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা নয়। খবর পেয়ে অমরা রাতেই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সোহানুর রহমানের বরাত দিয়ে বলেন, রাতে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগেিই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম বলেন, যতদূর জানি, ওই গৃহবধূ বিষপান করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত না করে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।

আরও পড়ুন>>>কুয়াশার তীব্রতায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram