যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
যশোর জেলা প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় একটি খালের ভেতর থেকে অজ্ঞাত এক কিশোরের (১৬) মরদেহ উদ্ধার হয়েছে।
আজ রোববার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার জামদিয়া ইউনিয়নের রঘুরামপুরের বিলের মধ্যের একটি খালের ভেতর থেকে অজ্ঞাত এ মরদেহ উদ্ধার করে বাঘারপাড়া থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, রোববার সকাল ৯ টার দিকে স্থানীয় এক মহিলা মরদেহটি দেখতে পেয়ে চৌকিদারকে জানান।পরে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন>>>খুলনায় সাংবাদিক পান্নুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
অজ্ঞাত ওই কিশোরের পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট ও গায়ে গোলাপী রঙের টি-শার্ট পরা ছিল।ধারনা করা হচ্ছে বাইরে থেকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।
ঘটনাস্থল ধেকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন>>>কুয়াশার তীব্রতায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ