যশোরে চার হুন্ডি ব্যবসায়ী ইউএস ডলারসহ বিজিবির হাতে আটক
যশোর সদর প্রতিনিধি: যশোরে চার হুন্ডি ব্যবসায়ীকে এক লক্ষ নব্বই হাজার ইউএস ডলারসহ আটক করেছে বিজিবি৷
আজ শুক্রবার(২২ জানুয়ারী ) দুপুরে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মিঠু মন্ডল (২৭), শহিদুল ইসলাম (২৩), সোহেল রানা (৪০) ও রাকিবুল হাসান সাগর (২০)। তাদের বাড়ি যশোর ও বেনাপোলের বিভিন্ন এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে হুন্ডি ও স্বর্ণ পাচারের সাথে জড়িত।
আরও পড়ুন>>>যশোর পৌরসভা ভোট হবে আগের সীমানায়
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র বিপুল পরিমাণ ইউএস ডলার বেনাপোল থেকে ঢাকায় নেয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন>>>যশোর র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার করে মোট ১ লক্ষ ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার টাকা।
আরও পড়ুন>>>নড়াইল পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে জাতীয়পার্টির সমর্থন
আটককৃতরা হলো, বেনাপোলের গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল (২৭), ছোট আচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৩), যশোর সদরের ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা (৪০) ও নওদা গ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর (২০। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন>>>যশোর শিক্ষাবোর্ডে ছয় দিনব্যাপী শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন