এস এম মারুফ,স্টাফ রিপোর্টার(যশোর) যশোরের শার্শা থানাধীন শিকারপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকালে গাঁজার চালানটি উদ্ধার করা হয় ।
পাচারে জড়িত থাকার অভিযোগে বিজিবি একজনকে পলাতক আসামী করে শার্শা থানায় একটি মামলা করেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিকারপুর বিজিবি কর্তৃক ২০কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে বেনাপোল পোর্ট থানাকে অবহিত করে একজনকে আসামী করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ২৯। তারিখ ২০/১০/২০ইং।
