২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে পরিস্থিতি ভয়ংকর হবে: খসরু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৯, ২০২২
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আগামী নির্বাচন সুষ্ঠু না হলে পরিস্থিতি ভয়ংকর হবে: খসরু
ছবি- সংগৃহীত | ছবি : আগামী নির্বাচন সুষ্ঠু না হলে পরিস্থিতি ভয়ংকর হবে: খসরু

ডেস্ক রিপোর্টঃ জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচারব্যবস্থা সবকিছুই আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি বানাতে পারবেন কিনা। জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচার ব্যবস্থা সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু না হলে, দেশে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে।

শ‌নিবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লা‌বের তফাজ্জল হোসেন মা‌নিক মিয়া হ‌লে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খোন্দকার দে‌লোয়ার হো‌সেন এবং আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহ‌মেদের মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে শোকসভা ও দোয়া মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

আরও পড়ুন>>>সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতি শোক

তিনি ব‌লেন, আজকে কষ্ট হয়, জনগণ জানতে চায়, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না। এ মুহূর্তে যারা জানতে চায়, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, তারা কি চোখে দেখে না? তাদের কী বোধ শক্তি নাই? তাদের যদি বোধ শক্তি থেকে থাকে, তাহলে তাদের তো বুঝার কথা বাংলাদেশে কোনো নির্বাচন আছে কিনা। নির্বাচন থাকলে তো অংশগ্রহণের প্রশ্ন আসবে। যেখানে নির্বাচনই নাই দেশে, সেখানে প্রশ্ন কিসের।

তি‌নি আরও ব‌লেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এটা তো প্রশ্ন করার দরকার নাই। জনগণ ভোট দিতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন করার দরকার আছে। সুতরাং বিষয়টি পরিষ্কার। অতএব এ প্রশ্ন যাতে আর কেউ না করে। আগা‌মী নির্বাচন য‌দি হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া নির্বাচন হ‌বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram