২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে ভাসানচর

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ৯, ২০২১
16
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে ভাসানচর
ছবি- সংগৃহীত | ছবি : আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে ভাসানচর

ডেস্ক রিপোর্টঃ রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে ভাসানচরকে স্বীকৃতি দিতে যাচ্ছে আন্তর্জাতিক মহল এবং সেখানে অবস্থানরতদের সহায়তা দেবে খোদ জাতিসংঘ।

এ বিষয়ে সরকারের সঙ্গে জাতিসংঘ একটি সমঝোতা স্মারক সই করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শনিবার (৯ অক্টোবর) দুপুরে এই চুক্তি সই হবে।

আরও পড়ুন>>>জার্মানি গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সই করবে।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভাসানচরকেন্দ্রিক সব ধরনের দূরত্ব দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চুক্তির আলোকে জাতিসংঘ ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন>>>সৌদিতে বিমানবন্দরে হামলা, বাংলাদেশিসহ আহত ১০

ভাসানচরে ইতিমধ্যে প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গা নেওয়া হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেওয়ার লক্ষ‌্য রয়েছে সরকারের।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট মাসে লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে এসে আশ্রয় নিতে থাকে। এর আগেও বিভিন্ন সময় দলে দলে রোহিঙ্গারা এসে কক্সবাজারে আশ্রয় নেয়। এতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিক এখন কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে।

আরও পড়ুন>>>ফের ফেসবুকে সাইট ডাউন, ক্ষমা প্রার্থনা ফেসবুকের

বারবার চেষ্টা করেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে না পারায় কক্সবাজারের সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু করে সরকার।

১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বরে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয়। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৩৩৪ জন শরণার্থীকে স্থানান্তর করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram