২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আবারও আইনি জটিলতায় শ্রাবন্তী!

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১, ২০২২
17
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আবারও আইনি জটিলতায় শ্রাবন্তী!
ছবি- সংগৃহীত | ছবি : আবারও আইনি জটিলতায় শ্রাবন্তী!

বিনোদন ডেস্কঃ আবারও আইনী জটিলতায় পড়তে যাচ্ছেন টলিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ইতোমধ্যে তাকে নোটিশ করেছে ভারতের বন্য প্রাণী সুরক্ষা দফতর। জানা যায়, বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় তার অধীনে মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বন্যপ্রাণীকে জোর করে আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এত যদি তিনি দোষী স্বাবস্ত হন তবে তার সাত বছরের কারদন্ড হতে পারে। খবর টিভি নাইনের।

গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেই ছবিতে এক বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে। তবে প্রাণীটির গলায় পরানো ছিল মোটা শিকল। শ্রাবন্তী ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হঠাৎ করেই এক মিষ্টি বন্ধুর দেখা পেলাম। হ্যাশট্যাগ- অ্যানিম্যাল লাভ। প্রাণীটির গলায় শিকল পরা ছবি পোস্ট করায় প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন>>>তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ: জয়

কেউ কেউ ঘটনাটিকে ‘অমানবিক’ আখ্যাও দেন। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায়। এ প্রসঙ্গে শ্রাবন্তীকে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি নিরুত্তর, তবে তার আইনজীবী এসকে হাবিব উদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে বন্যপ্রাণী সুরক্ষার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। আবারও আইনি জটিলতায়

এদিকে, শ্রাবন্তীর এই মামলায় সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার কাছে মুখ খুলেছেন বনদপ্তরের এক কর্মকর্তা। তার বক্তব্য, এভাবে বন্য প্রাণীকে বন্দি করে রাখা শুধু অপরাধই নয়, তার মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন, তা বাকিদেরও অনুকরণে উৎসাহ জোগায়। তদন্তে তার আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা উচিত। তবেই বন্যপ্রাণ সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব। আবারও আইনি জটিলতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram