২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আমরা যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাস করি: প্রধানমন্ত্রী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৬, ২০২২
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আমরা যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাস করি: প্রধানমন্ত্রী
ছবি- সংগৃহীত | ছবি : আমরা যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাস করি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাস করি। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সুস্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বুধবার (১৬মার্চ) যশোরে বাংলাদেশে বিমান বাহিনীর বহরে গ্রোব জি-১২০টিপি প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ‘এটা আমরা জার্মানি থেকে সংগ্রহ করেছি। দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি গ্রোব জি-১২০ প্রশিক্ষণ বিমান এই বাহিনীতে যুক্ত হবে, সে প্রক্রিয়া চলছে। এই সব আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ায় আমি মনে করি আমাদের বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষ এবং সুপ্রশিক্ষিত হবেন।’

আরও পড়ুন>>>যশোর জেলা সাংবাদিক ইউনিয়নে দিনু সভাপতি, মোর্শেদ সম্পাদক

তিনি আরও বলেন, ‘একটি কথা মনে রাখতে হবে, শুধু আমাদের দেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও শান্তি রক্ষায় আমাদের বিমান বাহিনী অবদান রেখে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনী কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আমাদের সশস্ত্র বাহিনী সেখানে ভূমিকা রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তাদের কাজ করতে হয়। সে বিবেচনায় আমি মনে করি, আমাদের প্রতিটি বৈমানিক, প্রতিটি সদস্য, প্রত্যেককেই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পেতে হবে। এর ওপর আমি সবসময় গুরুত্ব দেই।’

খুব শিগগির বিমান বাহিনীর বহরে আরও বেশ কিছু সরঞ্জাম যুক্ত হতে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও শিল্পায়নের সংমিশ্রণে শিল্প নির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনীর যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তার জন্য আমি বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram