১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ওমিক্রন রোধে নতুন গাইড লাইন আসছে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২৬, ২০২২
13
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ওমিক্রন রোধে নতুন গাইড লাইন আসছে
ফাইল ছবি | ছবি : ওমিক্রন রোধে নতুন গাইড লাইন আসছে

ডেস্ক রিপোর্টঃ প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে করোনা সংক্রমণ বাড়ছে। এটি প্রতিরোধ করতে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ যাতে দ্রুত বিস্তার লাভ না করতে পারে সে ব্যাপারে করোনা সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে। যা চূড়ান্ত আকারে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। ক্লিনিক্যাল গাইডলাইনটি আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে।

আরও পড়ুন>>>টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত ও ফরমায়েশি: হাছান মাহমুদ

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে ভার্চুয়াল বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অধিদপ্তরের মুখপাত্র এ তথ্য জানান।

ডা. নাজমুল বলেন, ‘বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। আইইডিসিআর, আইসিডিডিআরবি ও বিএসএমএমইউয়ের গবেষণায় দেখা গেছে, করোনার ডেল্টা ধরনের পাশাপাশি অধিকতর সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram