২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

জনগণ এখন ভোট কেন্দ্রমুখী: ইসি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৭, ২০২২
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
জনগণ এখন ভোট কেন্দ্রমুখী: ইসি
ছবি- সংগৃহীত | ছবি : জনগণ এখন ভোট কেন্দ্রমুখী: ইসি

ডেস্ক রিপোর্টঃ দেশের জনগণ এখন ভোটকেন্দ্রমুখী হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ব্যালট পেপারে বিকাল সাড়ে পাঁচটার তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। ইভিএমে পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। সুতরাং জনগণ ভোটকেন্দ্রমুখী হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের নির্বাচনী সহিংসতায় দু’জন ব্যক্তি নিহত হয়েছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেওয়া নেবে। এছাড়া ওভারঅল নির্বাচন ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

আরও পড়ুন>>>দেশের বিরুদ্ধে চিঠিদাতাদের বিচার হওয়া উচিত: তথ্যমন্ত্রী

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশন কারো প্রাণহানী আশা করে না। কিন্তু এরপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। এজন্য কমিশনের কোনো ব্যর্থতা নেই। কারণ সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংঘঠিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকি।

এসময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান ও যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram