২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বরিশাল বানারীপাড়ায় টানা ৯০ দিন নামাজ পড়াই ২০ শিশু পেল বাইসাইকেল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১৪, ২০২১
36
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বরিশাল বানারীপাড়ায় টানা ৯০ দিন নামাজ পড়াই ২০ শিশু পেল বাইসাইকেল
ছবি- প্রতিনিধি | ছবি : বরিশাল বানারীপাড়ায় টানা ৯০ দিন নামাজ পড়াই ২০ শিশু পেল বাইসাইকেল

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় একটানা ৯০ দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় ২০ জন শিশুকে হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ধসঢ়, নুর জামে মসজিদ প্রাঙ্গনে হাজী আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।

আরও পড়ুন>>>লক্ষ্মীপুর রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি যত্নশীল ও উৎসাহিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ রকম উপহারের ব্যবস্থা করার জন্য সাধুবাদ জানাই।

নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেকটা মানুষেরই ঈমানের প্রতিফলন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ।

আরও পড়ুন>>>চুয়াডাঙ্গায় নেই সাব‌রে‌জিস্ট্রার, সরকারীভাবে নেই প্রতিকার

চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন, সাবেক সদস্য মশিউর রহমান সুমন,

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেল ও শাকিল সুমন প্রমুখ। এছাড়াও চাখার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। বরিশাল বানারীপাড়ায় টানা ৯০

আরও পড়ুন>>>চুয়াডাঙ্গায় কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসক

উপহারপ্রাপ্তরা হলো মো. আমিনুল ইসলাম, আব্দুর রহমান, মো.ইমারল, মো.ইব্রাহিম হোসেন রাব্বী, মো.রাজু, মো.রানা, মো.সালমান, মো.ইয়াসিন, মো.শাহাদাত, মো.সাজিত মাহমুদ, মো.সাব্বির, মো.নাঈম, মো. রিফাত. মো.মারুফ, মো. মাহির ইসলাম, মো.শামিম হাওলাদার, মো.রাফি,

মো.সাগর হাওলাদার, মো.হাফিজুর রহমান শাওন ও মো.ছিফাত। প্রসঙ্গত, হাজী আব্দুল কাদের বেপারীর ছেলে সৌদি প্রবাসী মো. জাকির হোসেন শিশু-কিশোরদের মাঝে উপহার হিসেবে এ বাইসাইকেল প্রদান করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে ঊঠবে।

এদিকে ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ধসঢ়, নুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইয়াসিন বলেন, নামাজে উৎসাহ প্রদানে উপহার দেওয়ার ঘোষণার পরে শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। বরিশাল বানারীপাড়ায় টানা ৯০

তারা নিয়মিত মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। শৈশব ও কৈশোরকাল থেকে শিশুদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করতে পারলে পরবর্তীতে তারা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন।

অপরদিকে এমন উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ স্থানীয় সচেতন মহল। তারা এ ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram