২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে আজ সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৫২৮জনের নমুনা পরিক্ষায় ২৪৯ আক্রান্ত  মৃত্যু ৩

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুন ১৫, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে আজ সর্বোচ্চ রেকর্ড ২৪৯ আক্রান্ত  মৃত্যু ৩
| ছবি : যশোরে আজ সর্বোচ্চ রেকর্ড ২৪৯ আক্রান্ত  মৃত্যু ৩

ডেস্ক রিপোর্টঃ যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫জন ভারত ফেরত। এটি জেলায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মারা গেছেন তিনজন।

উচ্চ ঝুঁকির কারণে যশোরের দুটি পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। তবে প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে আরো কঠোরতা আরোপ করা হবে। সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ৫২৮জনের নমুনা পরীক্ষা করে ২৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। আজ মারা গেছেন তিনজন। এদের মধ্যে একজন করোনা রোগী এবং অপর দুইজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজকের তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫জন।
এদিকে করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। স্বাভাবিকদিনের মতই শহরে রয়েছে মানুষের চলাচল।
অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, লকডাউন কার্যকরে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। সংক্রমন ঠেকাতে আরো কঠোরতা আরোপ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা রয়েছে। সভায় লকডাউন আরো বৃদ্ধি করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram