১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর থেকেই ছাপা হবে এবার পাসপোর্ট

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২, ২০২১
10
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোর থেকেই ছাপা হবে পাসপোর্ট
ফাইল ফটো | ছবি : যশোর থেকেই ছাপা হবে পাসপোর্ট

জেলা প্রতিনিধি যশোরঃ যশোর থেকেই এবার ছাপা হবে ১০ জেলার আন্তর্জাতিক মানের ই-পাসপোর্ট ।খুলনা বিভাগের দশ জেলা এ অফিসের আওতাভূক্ত হবে। ছাপার জন্য তাদেরকে আর পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ঢাকায় পাঠাতে হবে না।

আগামীকাল রোববার ( ৩ অক্টোবর ) বেলা ১১ টায় যশোর অফিসে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় এ কার্যক্রমের উদ্বোধন করবেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী।

এই পাসপোর্ট সেবার মাধ্যমে যশোর উন্নয়নের সার্বিক কার্যক্রমে আরো এক ধাপ এগিয়ে গেলো।

আরও পড়ুন>>>মুফতি কাজী ইব্রাহিম এর জামিন নামঞ্জুর

যশোর পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালের জুন মাস নাগাদ দেশে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শেষ হয়ে যায়। এরপর দেশ ই-পাসপোর্টের যুগে প্রবেশ করে। বিশ্বের ১২০টি দেশে বর্তমানে ইলেক্ট্রনিক্স পাসপোর্টের কার্যক্রম চলমান রয়েছে।

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২০ সালের ২৮ জুন যশোর অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে এমবেডেড ইলেট্রনিক্স মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে। এ চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা যায়। এতে রয়েছে ব্যবহারকারীর ছবি, দশ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশসহ তার ব্যক্তিগত ও পারিবারিক যাবতীয় তথ্য। যার মাধ্যমে পাসপোর্টধারীকে সহজে শনাক্ত করা যায়। এ কারণে পাসপোর্ট জালিয়াতির কোন সুযোগ নেই।

আর নতুন ই-পাসপোর্ট বা নবায়নের আবেদন, টাকা জমাসহ এ সংক্রান্ত সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে পরিচালিত হচ্ছে। এ কাজে হাতে লেখা কাগজের কোন ব্যবহার নেই বললেই চলে।
যশোর থেকেই ছাপা হবে পাসপোর্ট
সূত্র জানায়, ২০২০ সালের ২৮ জুন যশোরে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবার পর থেকে বিগত দিনের মতই ঢাকা থেকে পাসপোর্ট ছেপে যশোরে পাঠানো হতো। এরপর যশোর অফিস সেগুলো বিলি করতো। এছাড়া আবেদনকারীর ডিএসবি তদন্তসহ অন্যান্য কাজ যশোর অফিসের মাধ্যমেই হতো। কিন্তু এবার ঢাকা থেকে ছাপানো যুগেরও অবসান হতে যাচ্ছে। রোববার থেকে যশোরে আন্তর্জাতিকমানের পাসপোর্ট ছাপার কাজ শুরু হবে।

এ ব্যাপারে যশোর পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোহাম্মদ নূরুল হুদার সাথে যোগাযোগ করা হলে তার একান্ত সহকারী আব্দুর রাজ্জাক স্বাধীন কণ্ঠ কে বলেন, আগামীকাল রোববার ( ৩ অক্টোবর ) থেকে যশোর পাসপোর্ট অফিসে ছাপা সংক্রান্ত বিভাগীয় কার্যক্রম শুরু হবে। এদিন থেকেই বিভাগের দশটি জেলার পাসপোর্ট যশোর থেকে ছাপানো হবে।
যশোর থেকেই ছাপা হবে পাসপোর্ট
তিনি আরও বলেন, পাসপোর্ট ছাপার যে কার্যক্রম আগে ঢাকায় হতো, সেটি এখন থেকে যশোরে সম্পন্ন হবে। সরকারি সকল কাজ সহজ করতে সরকার পাসপোর্টের ক্ষেত্রে নতুন এ পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সবচেয়ে বেশি সুফল ভোগ করবে যশোরের মানুষ। তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram