১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বাগেরহাটের রামপালে সুপেয় পানির তীব্র সংকট অর্ধ লক্ষাধিক মানুষ পানি বঞ্চিত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ১৬, ২০২২
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
রামপালে সুপেয় পানির তীব্র সংকট
| ছবি : রামপালে সুপেয় পানির তীব্র সংকট

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ গ্রীষ্মের এই তীব্র দাবদাহে বাগেরহাট রামপালের প্রায় ২ লক্ষ মানুষের মধ্যে অর্ধ লক্ষাধিক মানুষ সুপেয় নিরাপদ পানি থেকে বঞ্চিত রয়েছেন।

সরকারি- বেসরকারীভাবে সকল মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা চালানো হলেও লবনাক্ত এ উপকূলীয় উপজেলায় এক চতুর্থাংশ মানুষের নাগালের বাইরে রয়েছে নিরাপদ পানি।

আরও পড়ুন>>>যশোরে পাঁচ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এ উপজেলায় গভীর নলকূপ রয়েছে ৬০০ টি, অগভীর নলকূপ রয়েছে ১ হাজার ৩০০ টি, হারভেস্ট ট্যাংকের সংখ্যা ৮৫৬ টি। এর মধ্যে এনজিও থেকে পাওয়া গেছে ২০০ টি। আরও ৬০০ টি পাওয়া যাবে বলে জানা গেছে। সোলার পিএসএফের সংখ্যা ১৪ টি, আর ও প্লান্টের সংখ্যা ২ টি, চলমান রয়েছে ৩ টি। জলবায়ু প্রকল্পের ওয়াটার ডিস্যলুশন এর সংখ্যা ১৫ টি, চলমান ১৯ টি। জেলা পরিষদের পুকুর খনন, পুন খনন ও নতুন খননের সংখ্যা ১৫ টি। এ ছাড়াও পাইপ লাইনের মাধ্যমে পানি সাপ্লাই এবং নতুন পুকুর খনন করা হবে আরও ২ টি।

সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানান জনসাস্থ্য প্রকৌশলী অফিসার মো. ইমরান হোসেন।
রামপালে সুপেয় পানির তীব্র সংকট
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটি একটি তীব্র লবনাক্ত উপকূলীয় উপজেলা। প্রতিদিন সুপেয় পানির আধার বা উৎস কমছে। জলবায়ুর সাথে খাপ খাইয়ে আমাদের এখানকার জনগোষ্ঠী বসবাস করেন। তাদের জীবন মান উন্নয়নে নিরাপদ পানি নিশ্চিত করা জরুরী।
রামপালে সুপেয় পানির তীব্র সংকট
তাই গত তিন বছরের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকারিভাবে আমরা সকলের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা গ্রহণে যথা সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ করেছি। আগামীতে শতভাগ মানুষ যাতে নিরাপদ পানি পান তার জন্য সব কিছু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram